ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

মানিকগঞ্জের সিংগাইরে অবৈধ ৮টি ইটভাটাকে ১৬ লক্ষ টাকা অর্থ দন্ড

মুহ.মিজানুর রহমান বাদল, সিংগাইর (মানিকগঞ্জ)

প্রকাশিত: ২১:২৯, ৯ ফেব্রুয়ারি ২০২৫

মানিকগঞ্জের সিংগাইরে অবৈধ ৮টি ইটভাটাকে ১৬ লক্ষ টাকা অর্থ দন্ড

ছবি : মেসেঞ্জার

মানিকগঞ্জের সিংগাইরে ৮টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ মোবাইল কোর্টে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার।

রবিবার (৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া এলাকার মেসার্স আলী আকবর ব্রিকস-১ কে ২ লক্ষ টাকা, একই এলাকার মেসার্স আলী আকবর ব্রিকস-২ কে ২ লক্ষ টাকা, মেসার্স আলী আকবর ব্রিকস-৫ কে ৩ লক্ষ টাকা, মেসার্স আলী আকবর-৬ কে ১ লক্ষ টাকা, মেসার্স আউয়াল ব্রিকস-১ ও মেসার্স আউয়াল ব্রিকস-৩ প্রত্যেককে ২ লক্ষ টাকা, একই ইউনিয়নের রামকান্তপুর এলাকার মেসার্স সফুর ব্রিকস ও মেসার্স রকমান ব্রিকস প্রত্যেককে ২ লক্ষ টাকা করে মোট ৮ টি অবৈধ ইটভাটাকে ১৬ লক্ষ টাকা অর্থদন্ড করে আদায় করা হয়েছে।

এ অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক ড. মো. ইউসুফ আলী, সিনিয়র কেমিস্ট একে এম ছামিউল আলম কুরসি এবং পরিদর্শক ও প্রসিকিউটর মনোয়ারুল ইসলাম।

এ সময় র‍্যাব-৪, মানিকগঞ্জ জেলা পুলিশ এবং সিংগাইর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সদস্যরা সহযোগিতা করেন।

মোবাইল কোর্টে নেতৃত্বদানকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার বলেন, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারী ইটভাটাগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেসেঞ্জার/তুষার