ঢাকা,  বৃহস্পতিবার
১৩ মার্চ ২০২৫

The Daily Messenger

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় মশাল মিছিল

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৩, ৯ ফেব্রুয়ারি ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় মশাল মিছিল

ছবি : মেসেঞ্জার

গাজীপুরে ছাত্রদের উপরে হামলা ও দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টিকারী দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের খুলনা রোডের মোড় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সাতক্ষীরা জেলা শাখার সম্মিলিত আয়োজনে এই মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মশাল মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগানসহ দলটি নিষিদ্ধের দাবিতে জোরালো বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা শাখার আহবায়ক আরাফাত হোসেন, মুখ সংগঠক আল শাহরিয়ার, যুগ্ম সদস্য সচীব নাজমুল হাসান রনি, মুজাহিদুল ইসলাম, মো. মিজানুর রহমান, মাসুম বিল্লাহ, মো. রেজওয়ান আহমেদ (পারভেজ), যুগ্ন সদস্য সচিব ওমর তাসনিম রাহাত, মুখ্য সংগঠক আল শাহরিয়ার রুমন, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচীব ইলিয়াস হোসেন প্রমুখ।

এসময় আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে করতে হবে, যুবলীগ নিষিদ্ধ করতে হবে হবে,  আওয়ামী লীগের চামড়া..খুলে নেব আমরাসহ বিভিন্নসহ বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহবায়ক আরাফাত হোসাইন বলেন, গণঅভ্যুত্থানের ছয় মাস অতিবাহিত হতে পারেনি, এরই মধ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে। যতদিন আওয়ামী লীগের বিচার শেষ না হবে, ততদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজপথে থাকবে।

মেসেঞ্জার/আসাদুজ্জামান/তুষার