ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

জেলা প্রতিনিধি, নীলফামারী

প্রকাশিত: ১৫:৫১, ১০ ফেব্রুয়ারি ২০২৫

সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ছবি : সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ৯টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর এলাকায় ওই দূর্ঘটনাটি ঘটে।

নিহতের নাম ওয়াহিদুজ্জামান (৩৩)। তার বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার পশ্চিম বালাগ্রামের উত্তরপাড়ায়। তিনি ওই গ্রামের সফিয়ার রহমানের ছেলে।

জানা গেছে, ওয়াহিদুজ্জামান নওগাঁ জেলায় আরএফএল কোম্পানীতে চাকুরী করতেন। তিনি ঘটনার দিন কর্মস্থল থেকে মোটর সাইকেলযোগে জলঢাকার বাড়িতে ফিরছিলেন। রাত সোয়া ৯ টার দিকে কামারপুকুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাঁর মোটর সাইকেলের সামনে পড়ে। এ সময় তিনি দূর্ঘটনার শিকার হন এবং ঘটনাস্থলে মারা যান।

সৈয়দপুর থানার ওসি ফহম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই নিহতের পরিবারের লোকজন আসার পর আইনি প্রক্রিয়া শেষে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মেসেঞ্জার/রিপন/তুষার