ঢাকা,  বৃহস্পতিবার
১৩ মার্চ ২০২৫

The Daily Messenger

টাঙ্গাইলে ১০ দিনব্যাপী তারুণ্যের মেলা’র উদ্বোধন

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

প্রকাশিত: ১৬:২৪, ১০ ফেব্রুয়ারি ২০২৫

টাঙ্গাইলে ১০ দিনব্যাপী তারুণ্যের মেলা’র উদ্বোধন

ছবি : মেসেঞ্জার

‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে টাঙ্গাইলে ১০ দিনব্যাপী তারুণ্য মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন জনসেবা চত্বরে মেলার শুভ উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলাম, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার প্রমুখ।

মেলায় সরকারি বিভিন্ন দফতর ও বিভিন্ন উদ্যোক্তাদের ৫৩টি স্টল রয়েছে। স্টলগুলোকে বইমেলা, পিঠা উৎসব এবং লোক ও কারুশিল্প এই তিন ভাগে ভাগ করা হয়েছে।

দশ দিনব্যাপী এই মেলায় ইউথ ফেস্ট এর উদ্ভোধন, জুলাই অভ্যুত্থানের চিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই ‘তারুণ্যের মেলা’ টাঙ্গাইলে তরুণদের মাঝে ব্যাপক সাড়া সৃষ্টির পাশাপাশি উদ্যোক্তাদের বিকাশেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে সবাই আশাবাদী।

মেসেঞ্জার/মোস্তফা/তুষার