ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

হবিগঞ্জে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ

প্রকাশিত: ১৭:১৯, ১০ ফেব্রুয়ারি ২০২৫

হবিগঞ্জে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ কর্মসূচি পালিত

ছবি : মেসেঞ্জার

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে হবিগঞ্জে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ পালিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত জেলার সবোর্চ্চ বিদ্যাপিঠ বৃন্দাবন সরকারি কলেজ ও হবিগঞ্জ সরকারি মহিলা কলেজে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা প্রতিটি ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে ফরম বিতরণ করে তাদের মতামত সংগ্রহ করেন।

দলের জন্য নাম, প্রতীক, কোন তিনটি কাজ করলে দেশ বদলে যাবে ও নতুন রাজনীতিক দলের কাছে আপনার কোন সমস্যার সমাধান চান প্রস্তাব দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। শিক্ষার্থীরা স্বতঃস্ফুর্তভাবে তাদের মতামত লিখে দেন।

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আশরাফুল ইসলাম সুজন, মাহাদি হাসান, রাসেল আহমেদ, আরিফ তালুকদার, স্বর্ণা কানু পূর্ণতা, মিনহাজ উল মাহবুব রাফী, এ এইচ আবীর, হাফেজ তারেকুল ইসলাম, শামীম আহমেদ, তানজিলা ইসলাম প্রমুখ।

আশরাফুল ইসলাম সুজন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জুলাই বিপ্লবের চেতনা রক্ষার জন্য স্বতন্ত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবে অব্যাহত থাকবে। দেশের প্রতিটি মানুষের প্রতিনিধিত্ব করে এমন একটি রাজনৈতিক দল গড়ে তোলার জন্য একসাথে কাজ করবে।

মাহাদি হাসান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনীতিক দল গঠনের লক্ষ্যে আজ হবিগঞ্জ সদরের শিক্ষার্থীদের মতামত সংগ্রহ করা হয়েছে। আগামীকাল থেকে প্রতিটি উপজেলায় শিক্ষার্থীদের মতামত নেওয়া হবে। এরপর সুশীল সমাজ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, রিকশাচালক, দোকানদার, দিনমজুর, গৃহকর্মী, ঝাড়ুদার এবং সর্বস্তরের মানুষের দিকনির্দেশনা ও মতামত সংগ্রহ করা হবে।

সকল নাগরিকের কথা শোনার মধ্য দিয়ে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি এ কর্মসূচি ঘোষণা করেন।

মেসেঞ্জার/পাবেল/তুষার