ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

শ্রীমঙ্গলে উচ্চমূল্যের ফসল আবাদ বিষয়ক কৃষাণ-কৃষাণী প্রশিক্ষণ

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

প্রকাশিত: ১৭:২৪, ১০ ফেব্রুয়ারি ২০২৫

শ্রীমঙ্গলে উচ্চমূল্যের ফসল আবাদ বিষয়ক কৃষাণ-কৃষাণী প্রশিক্ষণ

ছবি : মেসেঞ্জার

শ্রীমঙ্গলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উচ্চমূল্যের ফসল আবাদ ও বিভিন্ন ফসল উৎপাদন ব্যবস্থাপনা বিষয়ে নন গ্রুপভিত্তিক একদিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দিনব্যাপী শ্রীমঙ্গল উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি।

প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মো. জালাল উদ্দিন সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মাসুকুর রহমান।

প্রশিক্ষণে উপজেলার ৬০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৪০ জন কৃষক এবং ২০ জন কৃষাণী অংশ নেন।
 

মেসেঞ্জার/তুষার