ঢাকা,  মঙ্গলবার
০১ এপ্রিল ২০২৫

The Daily Messenger

শ্রীমঙ্গলে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী উৎসব

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

প্রকাশিত: ১৭:৪৫, ১০ ফেব্রুয়ারি ২০২৫

শ্রীমঙ্গলে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী উৎসব

ছবি : মেসেঞ্জার

শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী উৎসব আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় ২০টি ইভেন্টে ৬০ জন ছাত্রছাত্রী এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৮টি ইভেন্টে ৭১ জন ছাত্রছাত্রীকে পুরষ্কার প্রদান করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) মো. মইনুল হক, একই স্কুলের প্রধান শিক্ষক (অবঃ) ফাতির আহমদ, স্কুলের প্রধান শিক্ষক হাফিজা খাতুন, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বর্ধন, উপজেলার বর্মাছড়া টি গার্ডেন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহির আলী।

পরে বিদ্যালয়ের ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

মেসেঞ্জার/তুষার