ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

মাগুরায় দিনব্যাপী বইমেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০২, ১০ ফেব্রুয়ারি ২০২৫

মাগুরায় দিনব্যাপী বইমেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

তারুণ্যের উৎসব উপলক্ষে মাগুরায় দিনব্যাপী বইমেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরে এ বইমেলা ও পিঠা উৎসব এর উদ্বোধন করেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজভী জামান।

হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের আয়োজনে এই বইমেলা ও পিঠা উৎসবে ১৬ টি স্টলে বই ও পিঠা প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা করা হয়।

কলেজের বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা নানারকম পিঠার পসরা সাজিয়ে বসেন সেখানে।

এছাড়া ইসলামী ছাত্রশিবির, ছাত্রদল ও বিভিন্ন লাইব্রেরী বিভিন্ন রকম বই সেখানে বিক্রি ও প্রদর্শনের জন্য নিয়ে আসে।

উৎসবকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসটিতে সারাদিন উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

মেসেঞ্জার/শ্রাবণ/তুষার