ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

দেশে শান্তি-শৃঙ্খলা বিরোধী সকল উস্কানিমূলক কর্মের বিরুদ্ধে জামায়াতের মানববন্ধন

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৪, ১০ ফেব্রুয়ারি ২০২৫

দেশে শান্তি-শৃঙ্খলা বিরোধী সকল উস্কানিমূলক কর্মের বিরুদ্ধে জামায়াতের মানববন্ধন

ছবি : মেসেঞ্জার

দেশে শান্তি-শৃঙ্খলা বিরোধী সকল উস্কানিমূলক কর্মকান্ডের বিরুদ্ধে যশোরের বেনাপোলে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০ টার সময় বেনাপোল বাজারের রহমান চেম্বারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর থানা কমিটির আমির রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা ইউছুপ আলী, বেনাপোল পৌর জামায়াতের আমির আব্দুল জলিল ও কর্মপরিষদ সদস্য ইয়ানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান বলেন, পুরা দেশবাসীর সামনে আমরা দাঁড়িয়েছি, আমাদের দেশের বিরুদ্ধে যে গভীর চক্রান্ত চলছে তার বিরুদ্ধে। গত ৫ আগস্ট পূর্বের সরকার পালিয়ে যাওয়ার পর থেকে তারা নানা য়ড়যন্ত্রে লিপ্ত আছে। তারা এখানে জুডিশিয়াল ক্যু করার চেষ্টা করেছে। সচিবদের নিয়ে ক্যু করার চেষ্টা করেছে। আনসারদের ও ছাত্রদের নিয়েও তারা ক্যু করার চেষ্টা করেছে।

তিনি আরও বলেন, সবচেয়ে দূর্ভাগ্য হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা তাদেরকে সব রকম সুযোগ-সুবিধা দিয়ে ১৮ কোটির এ দেশ বাংলাদেশের বিরুদ্ধে সব রকম ষড়যন্ত্রের সুবিধা দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, গত ৫ জানুয়ারি শেখ হাসিনা দিল্লীতে বসে বাংলাদেশের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। সে বক্তব্য বাংলাদেশের বিরুদ্ধে। সে বক্তব্য আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে। সে বক্তব্য ১৮ কোটি মানুষের বিরুদ্ধে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তীব্র ঘৃনা জানাচ্ছি। ভারত সরকার তাদের যে সাহায্য সহযোগিতা করছে এটা সম্পূর্ণ আন্তর্জাতিক আইনের লংঘন।
 

মেসেঞ্জার/জামাল/তুষার