ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

কৃষক আহমদ আলী হত্যা মামলার আসামিদের দ্রুত গ্ৰেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪০, ১০ ফেব্রুয়ারি ২০২৫

কৃষক আহমদ আলী হত্যা মামলার আসামিদের দ্রুত গ্ৰেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

ছবি : মেসেঞ্জার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উপজেলার খাকররা ইউনিয়নের রামদিয়া গ্ৰামে কৃষক আহমদ আলী হত্যা মামলার আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্ৰেপ্তারের দাবিতে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এ সংবাদ  সম্মেলন অনুষ্ঠিত হয়।

কৃষক আহমেদ আলী হত্যা মামলার বাদী ও নিহতের বড়ভাই গোলাম রসুল লিখিত বক্তব্য পাঠ করেন।

এ সময় তিনি বলেন, ২০২৪ সালের  ২২ ডিসেম্বর তার ছোট ভাই গ্ৰামের নিরীহ কৃষক আহমেদ আলী ওরফে ছোট বুড়ো সন্ধ্যার পর মসজিদ থেকে এশার নামাজ শেষে বের হওয়ার সাথে সাথে আমাদের গ্ৰামের আনসার আলী ও ফরিদের নেতৃত্বে ৪০/৫০ জন আমার ভাইকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে।

আমি পরদিন আলমডাঙ্গা থানায় ঘাতক আনসার আলী, ফরিদ আহমেদ ৩৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করি। এর পর থেকেই হত্যা মামলার আসামিরা বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে। হত্যা মামলার আসামিরা সম্প্রতি নিজেদেরকে নির্দোষ দাবি করে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনও করেছে। আমি সেই সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানাচ্ছি। আমার নিহত ছোট ভাইয়ের দুটি অসহায় শিশু সন্তান নিয়ে আমরা চরম মানবেতর জীবনযাপন করছি।

এসময় নিহত স্ত্রী, দু' শিশু সন্তানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/তুষার