ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

সরাইলে অবৈধ ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৯, ১০ ফেব্রুয়ারি ২০২৫

সরাইলে অবৈধ ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা

ছবি : মেসেঞ্জার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অভিযান চালিয়ে একটি অবৈধ ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে অবস্থিত অবৈধ শানু ব্রিকস নামক ইটভাটায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন। এসময় উপস্থিত ছিলেন, সরাইল থানা অফিসার ইনচার্জ রফিকুল হাসান'সহ পরিবার অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন জানান, অভিযানে শানু ব্রিকসের কর্তৃপক্ষ পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স দেখাতে পারেনি। এ কারণে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের অভিযোগের ভিত্তিতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩-এর ৪ ধারার লঙ্ঘনের দায়ে ১৪ ধারায় ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

মেসেঞ্জার/রিমন/তুষার