ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

সিংগাইরে ২৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মুহ. মিজানুর রহমান বাদল, সিংগাইর (মানিকগঞ্জ)

প্রকাশিত: ২০:০৫, ১০ ফেব্রুয়ারি ২০২৫

সিংগাইরে ২৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

মানিকগঞ্জের সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতা শেষে দুপুর ২ টার দিকে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়।

এ সময় সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে এত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান, সিংগাইর সদর ইউপি চেয়ারম্যান মো.জাহিনুর রহমান সৌরভ, সিংগাইর সরকারি কলেজের সাবেক অধ্যাপক জগদীশ চন্দ্র মালো, সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আতাউর রহমান, বাইমাইল কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক, মহিলা বিষয়ক কার্যালয়ের খন্দকার দুলাল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী মো. আহসান হাবিব, লেখক ও কৃষি গবেষক ড. জিল্লুর রহমান, সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রকিবুল হাসান বিশ্বাসসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিশেষে, যেমন খুশি তেমন সাজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মেসেঞ্জার/তুষার