ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

দৌলতপুরে পদ্মা নদীর চরে গুলিতে যুবক নিহত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৮, ১১ ফেব্রুয়ারি ২০২৫

দৌলতপুরে পদ্মা নদীর চরে গুলিতে যুবক নিহত

ছবি : সংগৃহীত

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের পদ্মা নদীর চরে রাজু হোসেন (১৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার সময় উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর মন্ডলপাড়া ঘাটের নিচে পদ্মা নদীর চরে তাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

খবর পেয়ে আত্মীয়-স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত রাজু ইউনিয়নের বৈরাগীরচর ভাঙ্গাপাড়া গ্রামের ইব্রাহিম প্রামাণিকের ছেলে।

রাজুর নিকট আত্মীয় মরিচা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, এক সপ্তাহ আগে এলাকার এক যুবকের সঙ্গে রাজুর বাগ্‌বিতণ্ডা হয়। এ নিয়ে ওই যুবক রাজুর ওপর চরম ক্ষিপ্ত ছিলেন। গতকাল সন্ধ্যার দিকে একজন রাজুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। রাতে শুনতে পান, রাজুকে গুলি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বৈরাগীরচর মন্ডলপাড়া ঘাটের নিচে পদ্মার চরে রাজুকে গুলি করে সন্ত্রাসীরা। চরের মাঠে গুলিবিদ্ধ অবস্থায় তার পড়ে থাকার খবর পেয়ে পরিবার ও স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পদ্মা নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালিমহালে চাঁদা আদায় করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এই কারণে রাজুকে গুলি করা হতে পারে বলে ধারনা অনেকের।

বিশেষ একটি সূত্র জানিয়েছে, রাতের আধাঁরে পদ্মার চরে মাদক বিক্রি ও পাচার হয় বহুকাল ধরেই। এ সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করেও তাকে গুলি করে হত্যা করা হয়ে থাকতে পারে।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান বলেন, রাজু বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস ও মিডিয়া) ফয়সাল মাহমুদ বলেন, রাজুর শরীরে গুলির আঘাতের চিহ্ন দেখা গেছে। এ ঘটনায় তার সাথে থাকা এক জনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য রাজুর মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে দৌলতপুর থানা পুলিশ।

মেসেঞ্জার/তুহিন/তুষার