ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

অনশন করেও প্রেমিক বিয়ে না করায় অবশেষে প্রেমিকার আত্মহত্যা

আলমগীর হোসেন, বগুড়া

প্রকাশিত: ১৬:৫৪, ১১ ফেব্রুয়ারি ২০২৫

অনশন করেও প্রেমিক বিয়ে না করায় অবশেষে প্রেমিকার আত্মহত্যা

ছবি : মেসেঞ্জার

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেও বিয়ে না করায় বগুড়ার শাজাহানপুরে রিফাত জাহান বৃষ্টি (১৮) নামে এক কলেজশিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বৃকুষ্টিয়া পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ।

বৃষ্টি ওই গ্রামের কৃষক আরিফুল ইসলামের মেয়ে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী।

স্বজনেরা জানান, প্রতিবেশী চোপিনগর ননীপাড়া গ্রামের বাসিন্দা আল আমিনের (৩১) সঙ্গে তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল বৃষ্টির। কিন্তু বিয়ে করতে রাজি হচ্ছিলেন না তিনি। গত ৯ ডিসেম্বর থেকে কয়েক দিন বিয়ের দাবিতে আল আমিনের বাড়িতে অনশন করেন বৃষ্টি।

সেখান থেকে বুঝিয়ে বৃষ্টিকে মা-বাবার কাছে ফেরত পাঠান প্রেমিকের বাবাসহ আত্মীয়রা। এরপর কয়েকবার আল আমিনকে বিয়ের জন্য চেষ্টা করেন বৃষ্টি। ব্যর্থ হয়ে আত্মহত্যার পথ বেঁচে নেন।

বৃস্টির প্রেমিক আল আমিনের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

তার এলাকাবাসী জানান, বৃষ্টি গত ৯ ডিসেম্বর সকাল থেকে আল আমিনের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেন। একইভাবে পরপর কয়েক দিন এসে ফিরে যান। মেয়েটি অনেক কান্না করত। কিন্তু আল আমিন বিয়েতে রাজি হননি। গত ১০ ডিসেম্বর আল আমিন এবং তাঁর বাবা মহসিন আলী বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান। এখন পর্যন্ত বাড়িতে ফিরে আসেননি।

প্রতিবেশীরা আরও বলেন, শুধু বৃষ্টিই না। এর আগেও কয়েকটি মেয়ের সঙ্গে আল আমিন প্রেমের সম্পর্ক করে প্রতারণা করেন। প্রেম করে আর বিয়ে করে না। আল আমিনের বিচার হওয়া দরকার।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, প্রেমঘটিত বিষয়ে বৃষ্টি আত্মহত্যা করেছে বলে পারিবারিকভাবে জানা গেছে। প্রেমিক ছেলে বিয়ে না করায় বৃষ্টির মনের ভেতর ক্ষোভ সৃষ্টি হয়েছিল। সেকারণেই আত্মহত্যা করেছে সে। বৃষ্টির মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তার ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মেসেঞ্জার/তুষার