ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

কালীগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৯, ১১ ফেব্রুয়ারি ২০২৫

কালীগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ছবি : মেসেঞ্জার

ঝিনাইদহের কালীগঞ্জে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ও তারুণ্যে উৎসব উদ্বোধন করা হয়েছে। যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় এই মেলা উদ্বোধন করেন অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের ড. মো. মোশাররফ হোসেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষিবিদ ষষ্টি চন্দ্র রায়, কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি প্রমুখ।

তিন দিনব্যাপী এই কৃষি প্রযুক্তি মেলায় প্রায় অর্ধশতাধিক স্টলে কৃষিপণ্য, পিঠা প্রদর্শন করা হচ্ছে। মেলা শেষ হবে বৃহষ্পতিবার।

মেসেঞ্জার/শাহজাহান/তুষার