ঢাকা,  বুধবার
১৯ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

মৃত ব্যক্তির পরিবারের কাছে টাকা নেয়ার অভিযোগ ডোমার থানার এসআই-এর বিরুদ্ধে

জেলা প্রতিনিধি, নীলফামারী

প্রকাশিত: ১৮:৩২, ১১ ফেব্রুয়ারি ২০২৫

মৃত ব্যক্তির পরিবারের কাছে টাকা নেয়ার অভিযোগ ডোমার থানার এসআই-এর বিরুদ্ধে

ছবি : মেসেঞ্জার

নীলফামারীর ডোমার থানার উপ-পরিদর্শক (এসআই) শাকিল মাহমুদ এর বিরুদ্ধে এক মৃত ব্যক্তির পরিবারের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

জানা যায়, ডোমার উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি ঘুন্টিপাড়া এলাকার বাসিন্দা জয়নাল আবেদিন বাবলু এর স্ত্রী রাবেয়া বেগম (৫০) গত ৮ ফেব্রুয়ারি শনিবার রংপুর মেডিকেলে এক দুর্ঘটনাজনিত কারণে মারা যান। ঘটনার তদন্তের দায়িত্বে থাকা এসআই শাকিল মাহমুদ মৃতের পরিবারের কাছে মরদেহ সুরতহাল না করার আশ্বাস দিয়ে অর্থ দাবি করেন। পরিবারের সদস্যরা বাধ্য হয়ে এক হাজার টাকা প্রদান করেন বলে অভিযোগ করেন।

মৃত ব্যক্তির স্বামী বাবলু জানান, ‘আমরা মরদেহ নেয়ার জন্য পরিবারের কয়েকজন সদস্য হাসপাতালে অবস্থান করি। এই সময়ে পুলিশ আমাদের সহযোগিতা করবে বলে বাড়িতে থাকা স্বজনদের কাছে টাকা নেন। কিন্তু সুরতহাল না করার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিলেও হাসপাতাল থেকে সুরতহাল করে মরদেহ স্বজনদের হস্তান্তর করেছে।’

স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন, ‘এর আগেও ওই এসআই-এর বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ শোনা গেছে। তবে এবারের ঘটনাটি প্রকাশ্যে আসায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।’

এসআই শাকিল মাহমুদ দাবি করেন তার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তিনি বলেন, ‘আমি মৃত ব্যক্তির পরিবারের কাছ থেকে টাকা নিইনি। এই ধরনের অভিযোগ আমার ব্যক্তিগত এবং পেশাগত মর্যাদাকে ক্ষুন্ন করার অপচেষ্টা।’

এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে এখনো লিখিত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মেসেঞ্জার/রিপন/তুষার