ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

নাফনদের মোহনা থেকে চার জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

টেকনাফ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৭, ১১ ফেব্রুয়ারি ২০২৫

নাফনদের মোহনা থেকে চার জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে নাফনদের মোহনা থেকে মাছ ধরার ট্রলারসহ চার জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার রাখাইনের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। তারা হলেন, উপজেলার সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ দক্ষিণ পাড়ার ট্রলারের মালিক ও মাঝি মোহাম্মদ হাসান (৩২), মোহাম্মদ আলমের ছেলে মোহাম্মদ হাসান(১৮), সলিম উল্লাহর ছেলে মোহাম্মদ জাবেদ (১৭) ও কবির আহমদের ছেলে আব্দুর রহিম (২২)।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১১ টার দিকে শাহপরীর দ্বীপের অদূরে নাফনদের মোহনা থেকে তাদের ধরা হয়। সেখান থেকে তাদের রাখাইনের নাইক্ষ্যংদিয়া আরাকান আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

শাহপরীর দ্বীপে দক্ষিণ পাড়া নৌ-ঘাটের সভাপতি বশির আহমদ। তিনি বলেন, ‘সকালে প্রতিদিনের মতো নাফ নদে মাছ শিকারে গেলে মিয়ানমারের আরাকান আর্মি নৌকাসহ তাদের ধরে নিয়ে যায়। এ ঘটনায় জেলেপল্লিতে আতঙ্ক বিরাজ করছে। ঘটনাটি কোস্টগার্ড, বিজিবি ও সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করা হয়েছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। তাদের ফেরত আনতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’

মেসেঞ্জার/আলফাজ/তুষার