
ছবি : মেসেঞ্জার
অপারেশন ডেভিল হান্টের অভিযানে টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পৌর এলাকার বাহাদীপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ভূঞাপুর পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও একই ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম।
এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম রেজাউল করিম জানান, টাঙ্গাইল সদর থানায় নাশকতার মামলা থাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃতদের টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করলে তাদেরকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করে।
মেসেঞ্জার/মোস্তফা/তুষার