![দৌলতপুরে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ নেতাসহ আটক ৫ দৌলতপুরে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ নেতাসহ আটক ৫](https://www.dailymessenger.net/media/imgAll/2024February/64-2502111529.jpg)
ছবি : মেসেঞ্জার
কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২ জন আওয়ামী লীগ ও ১ জন স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ভিন্ন অপরাধে মোট ৫ জনকে আটক করা হয়েছে।
পুলিশের তথ্যে জানা যায়, দৌলতপুর সদর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এনামুল হক এনা (৫০), রিফাইতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সদস্য দিঘলকান্দি গ্রামের মন্টু মোল্লা (৫৫), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আব্দুল কাদের মোল্লা (৩৫) সহ উপজেলার আড়িয়া ইউনিয়নের বড়গাংদিয়া গ্রামের চিহ্নিত চোর চক্রের সদস্য ইনা (৫০), মাদক মামলার একজন আসামি বললেও তার নাম জানানো হয়নি।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতভোর অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করে থানা পুলিশ ও ডিবি পুলিশের অভিযানিক দল।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা জানান, সারা দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে পূর্বের মামলাতে দু'জনকে, এক'জনকে নিয়মিত মামলায়, একজনকে চুরির মামলায় ও একজনকে মাদক মামলায় আটক করা হয়েছে।
পূর্বের কোন মামলায় দুইজনকে আটক করা হয়েছে সে বিষয়ে তিনি পরিষ্কার কোনো তথ্য দেননি। তবে তিনি নিশ্চিত করেছেন সরকারি নির্দেশনা অনুযায়ী অপারেশন ডেভিল হান্টের চলমান প্রক্রিয়া এখনও সক্রিয় রয়েছে। এবং দৌলতপুর উপজেলায় কেউ যদি নাশকতা ও আইনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করে তাহলে তাদেরকে অপারেশন ডেভিল হান্টের আওতায় এনে আটক করা হবে।
মেসেঞ্জার/তুহিন/তুষার