ছবি : মেসেঞ্জার
সমবায় সমিতি নিয়ে তথ্য সংগ্রহ করায় সাংবাদিক হৃদয় হাসান ইকবালের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) তারতা পাড়া সকাল বাজার এলাকা থেকে হৃদয়কে গ্রেপ্তার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
খোজ নিয়ে জানা গেছে, দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছে রিদয় হাসান ইকবাল। (৪ ফেব্রুয়ারী) মাদারগঞ্জে সমবায় সমিতির গ্রাহকদের আমানতকৃত অর্থ ফেরতের দাবীতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সেখানে এক পুলিশ কর্মকর্তার অপসারণ চেয়ে লিফলেট তৈরি করে বিক্ষোভকারীরা। এ নিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। হৃদয় তার ফেসবুক থেকে সেই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লেখা প্ল্যাকার্ডটি পোস্ট দিয়ে পরবর্তীতে পোস্টটি ডিলিট করে দেয়।
এ দিকে সম্প্রতি বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় মাদারগঞ্জের বালিজুড়ী ইউনিয়নের শ্রমিক দলের আহবায়ক শরীফ উদ্দিনের বিরুদ্ধে সরকারী ৬৫ ল্যাট্রিন বিতরনে অর্থ আদায়ের সংবাদ প্রকাশ করা হয়। হৃদয় সংবাদ করেছে এই সন্দেহে বালিজুড়ী ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক শরীফ উদ্দিন ও সমবায় সমিতির কতৃপক্ষ চাঁদপুর এলাকার সমবারুর ছেলে শ্রমিল লীগ ২নং ওয়াড়ের সাধারণ সম্শপাদক শিমুল মোল্লাকে দিয়ে সোমবার (১০ ফেব্রুয়ারী) মাদারগঞ্জ থানায় ১৮৬০ পেনাল কোডের ৩৮৫/৫০৬/৩৪ ধারায় মামলা দায়ের করান।
মামলা দায়েরের পর থেকেই বালিজুড়ী ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক শরীফ উদ্দিন ফোন দিয়ে হৃদয়কে বাজারে যেতে বলে। হৃদয় মাদারগঞ্জ উপজেলার খাজা শাহ সুফী ইউনুস আলী কলেজের দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষা শেষ করে বাড়ীর উদ্দ্যেশ্যে রওনা হয়।
এ সময় বালিজুড়ী ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক শরীফ উদ্দিন হৃদয়কে ফোন দিয়ে তারতা পাড়া সকাল বাজারে যেতে বললে হৃদয় সেখানে পৌছা মাত্রই পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় কয়েকজন পুলিশ সদস্য তাকে মারধুর ও অকথ্য ভাষায় গালিগালাজ করে।
কথা হলে দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার মাদারগঞ্জ প্রতিনিধি হৃদয় হাসান জানান, বালিজুড়ী ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক শরীফ উদ্দিন আমাকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত থেকে ফোন দিয়ে ডাকতেছে দেখা করার জন্য। আমি সকালে কলেজে গিয়ে পরীক্ষা দিয়ে শেষ করে বাড়ীর উদ্দ্যেশ্যে রওনা হলে আমাকে আবারো কল দেয় শরীফ উদ্দিন।
পরে আমি তারতাপাড়া সকাল বাজারে যাওয়া মাত্রই আমাকে পুলিশ গ্রেপ্তার করে ও আমার শরীরে হাত দেয় এবং অশ্লীল ভাষায় গালি গালাজ পারে। মামলাতে যে তারিখ ও ঘটনার সময় দেখানো হয়েছে সে সময় আমার কলেজে পরীক্ষার হলে ছিলাম আমি। সমবায় সমিতির আলোচনা গুলো নিয়ে ক্ষুদ্ধ হয়ে একটি চক্র রহস্যজনক কারণে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানী করল। আমি দেশবাসীর কাছে বিচার চাই। আমি আল্লাহর কাছে এর বিচার দিলাম।
এদিকে মামলার বাদী শিমুল মোল্লার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে নাম্বারটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অন্যদিকে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন জানান, তার বিরুদ্ধে চাদাবাজির মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মেসেঞ্জার/উজ্জ্বল/তারেক