![রিহ্যাব ফেয়ার এ উইকন প্রপার্টিজের বিশেষ অফার রিহ্যাব ফেয়ার এ উইকন প্রপার্টিজের বিশেষ অফার](https://www.dailymessenger.net/media/imgAll/2024February/02-2502120948.jpg)
ছবি : মেসেঞ্জার
আবাসন খাতে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নির্মিত প্রতিটি প্রকল্প শুধুমাত্র স্থাপত্যের নিদর্শন নয়, বরং একটি স্বপ্নের বাস্তবায়ন, যেখানে গুনগতমান, টেকসই অবকাঠামো ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করছে উইকন প্রপার্টিজ লিমিটেড।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরের মেহেদীবাগ হেড অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রতিষ্ঠানটির পরিচালক স্থপতি মেহেদী ইফতেখার।
তিনি বলেন, একজন গ্রাহক চাইলে এককালীন অর্থ দিয়ে তাদের পছন্দ অনুযায়ী আমাদের থেকে ফ্ল্যাট বরাদ্দ করতে পারবেন। এর বিপরীতে গ্রাহকরা ফ্ল্যাট প্রস্তুত হওয়া পর্যন্ত তার বিনিয়োগের জন্য প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ আয় করতে পারেন।
তিনি আরও বলেন, উইকন প্রপার্টিজ কেবল সম্পত্তি বিক্রয় করে না বরং একটি জীবনযাত্রার মান উন্নত করার প্রতিশ্রুতি দেয়। আমাদের প্রতিটি গ্রাহকের জন্য রয়েছে একটি অনবদ্য সাপোর্ট সিস্টেম যা বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।
এছাড়া আগামী ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য চট্টগ্রাম রিহ্যাব ফেয়ার এবং উইকন প্রপার্টিজের বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পিটুটি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম, পিটুপি ফ্যামিলির পরিচালক স্থপতি মেহেদী ইফতেখার, পিটুপি ফ্যামিলির সিওও মেজর (অব.) মোহাম্মদ আমিনুল হক, উইকন প্রপার্টিজ লিমিটেডের (সিটিও) প্রকৌশলী দেবাশীষ পাল, উইকন প্রপার্টিজ লিমিটেডের জিএম (অপারেশন) মোহাম্মদ নাজমুল হোসেন, উইকন প্রপার্টিজ পরিচালক (প্রকৌশল ও নির্মাণ) প্রকৌশলী নাজিম উদ্দিন, পিটুপি ফ্যামিলির (হেড অব বিজনেস) নাজমুল বেন আবেদীন, পিটুপি ফ্যামিলির (ডিজিএম) রমেন দাশ গুপ্ত, পিটুপি ফ্যামিলির (পিআর অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ হাসান প্রমূখ।
মেসেঞ্জার/সাখাওয়াত/তুষার