ঢাকা,  বুধবার
১২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

সড়কের পাশে একলা পড়ে থাকা হাতি শাবকটির ঠাঁই হলো ডুলাহাজারা সাফারি পার্কে

উচ্চপ্রু মারমা, রাজস্থলী (রাঙামাটি)

প্রকাশিত: ১৬:৪৫, ১২ ফেব্রুয়ারি ২০২৫

সড়কের পাশে একলা পড়ে থাকা হাতি শাবকটির ঠাঁই হলো ডুলাহাজারা সাফারি পার্কে

ছবি : মেসেঞ্জার

রাঙামাটির রাজস্থলী সড়কে পাশে পড়ে থেকে উদ্ধার হওয়া হাতি শাবকটি অবশেষে ঠাঁই পেয়েছে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে এটিকে সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে বন বিভাগ।

বন বিভাগ সূত্র জানা যায়, গত সোমবার রাজস্থলী উপজেলার দুই নং গাইন্দ্যা ইউনিয়নের ওগাড়ী পাড়া চিতা খোলা নামক এলাকায় সড়কে পাশে একটি হাতি শাবকটি কাদামাটিতে আটকে পড়ে আছে। খবর পেয়ে রাজস্থলী রেঞ্জ ও রাইখালী রেঞ্জ কর্মকর্তারা উদ্ধার করে খাদ্য ও চিকিৎসাসেবা দিয়ে পরে গাড়িতে তুলে চকরিযা ডুলাহাজারা সাফারি পার্কে নিয়ে আসে বন বিভাগ।

এ বিষয়ে রাজস্থলী রেঞ্জ কর্মকর্তা তুহিন ও রাইখালি রেঞ্জের কর্মকর্তা হাসান বলেন, দুইদিন ধরে বাচ্চা হাতিটি ঘোরাঘুরি করলেও মায়ের কাছে ফিরতে পারেনি। এতে সে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। তাই জীবন রক্ষায় তাকে ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে। চিকিৎসকরা বলেন, মানুষের তারা খেয়ে হাতি শাবকটি হার্ট এটাক করেছে। শাবকটির অবস্থা এতো ভালো না, যে কোন সময় মারা যেতে পারে।

মেসেঞ্জার/তুষার