![বরিশালের বাবুগঞ্জে পুকুর পাড় থেকে ৫টি পাইপ গান উদ্ধার বরিশালের বাবুগঞ্জে পুকুর পাড় থেকে ৫টি পাইপ গান উদ্ধার](https://www.dailymessenger.net/media/imgAll/2024February/05-2502121213.jpg)
ছবি : মেসেঞ্জার
বরিশালের বাবুগঞ্জে একটি পুকুর থেকে ৫টি পাইপ গান উদ্ধার করেছে বরিশাল বিমানবন্দর থানা পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার খানপুরা রহমতপুরের ইউনিয়ন পরিষদের পেছনের খান বাড়ির পুকুর থেকে ব্যাগ ভর্তি অস্ত্রগুলো উদ্ধার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
দুপুর ৩ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুশান্ত সরকার।
অপারেশন ডেভিল হান্ট এর অভিযানের অংশ হিসাবে গত রাতে রহমতপুর ও চাঁদপাশা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অপরাধীরা পুলিশের অভিযানে গ্রেপ্তার এড়ানোর জন্য ৫টি দেশীয় তৈরি পাইপগান ফেলে যায়।
গোপন তথ্যের ভিতিতে এয়ারপোর্ট থানা পুলিশ আজ দুপুর সাড়ে ১২ টায় ৫ নং রহমতপুর ইউনিয়ন পরিষদের পিছনে শাহজাহান আক্তার মেরিনা পুকুর পাড়ে ব্যাগে ভর্তি দেশীয় তৈরি ৫ টি পাইপগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন।
মেসেঞ্জার/সাইদ/তুষার