![চাটমোহর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনিস্টিটিউট এর বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত চাটমোহর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনিস্টিটিউট এর বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত](https://www.dailymessenger.net/media/imgAll/2024February/08-2502121222.jpg)
ছবি : মেসেঞ্জার
পাবনার চাটমোহর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনিস্টিটিউট এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এর আগে বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা ডিসপ্লে প্রদর্শনী হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য কেএম আনোয়ারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আক্তার, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, অধ্যক্ষ শরীফ মাহমুদ সঞ্জু, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সম্পাদক মাসদু রানা প্রমুখ।
পরে বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
মেসেঞ্জার/পবিত্র/তুষার