![দিনাজপুরে গাছ কাটা নিয়ে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু দিনাজপুরে গাছ কাটা নিয়ে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু](https://www.dailymessenger.net/media/imgAll/2024February/15-2502121243.jpg)
ছবি : সংগৃহীত
দিনাজপুরের কাহারোল উপজেলায় কদম গাছ কাটাকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ১ নং ডাবোর ইউনিয়নের জোতমুকুন্দপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল জব্বার (৬০) উপজেলার জোতমুকুন্দপুর এলাকার বেসারত ইসলামের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল ওয়াদুদ একই এলাকার মৃত ইউনুস আলীর ছেলে। সম্পর্কে তারা চাচা ভাতিজা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে পারিবারিক কদম গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনার এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে ভাতিজার লাঠির আঘাত চাচার মাথায় লাগলে গুরুতর আহত হয়ে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, বিষয়টি আমরা জেনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মেসেঞ্জার/কুরবান/তুষার