ঢাকা,  বুধবার
১২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

রংপুরে পিকনিকের বাসের ধাক্কায় প্রাণ গেল অটোভ্যান আরোহী শিশুর 

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

প্রকাশিত: ১৮:৫০, ১২ ফেব্রুয়ারি ২০২৫

রংপুরে পিকনিকের বাসের ধাক্কায় প্রাণ গেল অটোভ্যান আরোহী শিশুর 

ছবি : সংগৃহীত

রংপুরের মিঠাপুকুরে পিকনিকের বাসের সাথে অটোভ্যানের ধাক্কায় এক শিশু শিক্ষার্থী মারা গেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় মিঠাপুকুরের শালটি গোপালপুরের রাঙ্গা পুকুর এলাকায় এই দুর্ঘটনা হয়।

মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পীরগঞ্জের খালাসপীর থেকে ছেড়ে আসা একটি ভিন্ন জগৎগামী একটি রিফাতনামের পিকনিকের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা অটোভ্যানের।

এতে ঘটনাস্থলেই মারা যান অটো আরোহী ১২ বছর বয়সি আব্দুল্লাহ বিন রুহান। এ ঘটনায় তার মা এবং ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। তাকে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত রোহান শাল্টি গোপালপুর ইউনিয়নের শালটি পারা সামিল গ্রামের আখতারুল ইসলামের পুত্র।

মেসেঞ্জার/তুষার