ঢাকা,  বুধবার
১২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

লক্ষ্মীপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া প্রদান 

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৫, ১২ ফেব্রুয়ারি ২০২৫

লক্ষ্মীপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া প্রদান 

ছবি : মেসেঞ্জার

লক্ষ্মীপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অবসরকালীন (লাম্প গ্রান্ড, আনুতোষিক ও ভবিষ্যৎ তহবিল) বকেয়া টাকা প্রদান করা হয়েছে।

লক্ষ্মীপুর পৌরসভার আয়োজনে বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভা হল রুলে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিন।

এ সময় বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, হিসাব রক্ষণ কর্মকর্তা প্রাণ গোপাল প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন পৌরসভার কর্মচারী এসোসিয়েশনের সভাপতি (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ, সদস্য সচিব মাসুদুর রহমান, সদস্য আজাদ হোসেন, রাজু আহমেদ।

পৌরসভা সূত্রে জানা যায়, বিগত দিনে লক্ষ্মীপুর পৌরসভার অবসরপ্রাপ্ত ২৫ জন কর্মকর্তা-কর্মচারীর অবসরকালীন ৩ কোটি ৬৭ লাখ ৮৮ হাজার টাকা বকেয়া ছিল। আজ পৌরসভার প্রশাসকের উদ্যোগে তাদের মধ্যে অবসরকালীন বকেয়ার ১ কোটি ১১লাখ ৪৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিন তার বক্তব্যে বলেন, অবসরকালীন সময়ে অবসরপ্রাপ্তরা তাদের অবসরকালীন সুযোগসুবিধা পাবেন এমনটিই হওয়ার কথা। তাদের পাওনা বকেয়া রাখা কোন অবস্থায়ই ঠিক হয়নি। বিগত দিনে লক্ষ্মীপুর পৌরসভার প্রায় ২৬ কোটি টাকা ঋণ ছিলো। এটি অত্যন্ত দুঃখজনক। ‘ক’ শ্রেণির পৌরসভা হয়েও এমন অবস্থায় পৌরকার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে ঋণ পরিশোধ করার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের কিছু বকেয়া পরিশোধ করা হয়েছে। এছাড়াও অগ্রাধিকারের ভিত্তিতে আরও কিছু ঋণ পরিশোধ করা হয়েছে। আস্তে আস্তে বাকি ঋণ গুলোও পরিশোধ করা হবে।

মেসেঞ্জার/শিবলু/তুষার