ঢাকা,  বুধবার
১২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে ব্যবসায়ীকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৫, ১২ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে ব্যবসায়ীকে জরিমানা

ছবি : মেসেঞ্জার

চুয়াডাঙ্গার জীবননগরে ভোক্তার অভিযানে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে। লাইসেন্স না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে এ জরিমানা করা হয়। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জীবননগর উপজেলার ইসলামপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, বেকারী মুদি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।

এসময় জীবননগর ইসলামপুর এলাকার আব্দুল হান্নানের মেসার্স আরিফ ফুড প্রোডাক্টস নামক প্রতিষ্ঠানে তদারকিতে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় বেকারিতে খাদ্য সামগ্রী তৈরি, অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ ও লাইসেন্স না থাকার অপরাধ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় দ্রুত লাইসেন্স গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

সার্বিক সহযোগিতায় ছিলো ক্যাব সদস্য ও জেলা পুলিশের টিম।

মেসেঞ্জার/লিটন/তুষার