ঢাকা,  বৃহস্পতিবার
১৩ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ২১:২২, ১২ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার দিনগত রাত ১২টা পর্যন্ত জেলার ৫টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)) কনক কুমার দাস জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা হলেন, সদর থানাধীন চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামের মরহুম মোতালেব হোসেনের ছেলে ও মাখালডাঙ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কর্ণেল (৪৩) ও একই গ্রামের মরহুম আব্দুস সাত্তারের ছেলে মাখালডাঙ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারী আকতার হোসেন (৫০), একই উপজেলার নতুন ভান্ডারদহ গ্রামের ছালাউদ্দিনের ছেলে আওয়ামী লীগের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম (৩৫), আলমডাঙ্গা থানাধীন আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের হাটবোয়ালিয়া গ্রামের মরহুম সিদ্দিকুর রহমানের ছেলে ১ নং ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি বজলুর রশিদ (৬৫), দামুড়হুদা মডেল থানাধীন দামুড়হুদা উপজেলা শহরের দশমী পাড়ার মরহুম ওয়াদুদ মন্ডলের ছেলে ৭নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি সদস্য আবুল হাশেম (৫২), জীবননগর থানাধীন ওই উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের ঝড়– শেখের ছেলে একই ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সামা (৫০) এবং দর্শনা থানাধীন পৌর এলাকার জয়নগর কাস্টমপাড়ার মরহুম মোস্তফা ওরফে মোস্তব আলীর ছেলে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শওকত আলী (৫২)।

তিনি আরো জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জেলার ৫টি থানায় বিস্ফোরক উপাদানবলী ৩/৬ ধারায়সহ বিভিন্ন মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা সকলেই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

মেসেঞ্জার/লিটন/তুষার