ছবি : মেসেঞ্জার
বরিশালের কীর্তনখোলা নদী সংলগ্ন চাঁদমারি এলাকায় একটি জ্বালানী তেলের ট্রলারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সদস্যরা প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকান্ডে ওই ট্রলারে থাকা পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছে।
আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রার্থমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চারজনকে বুধবার দিবাগত রাতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ ও একজনকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুরুত্বরআহতরা হলেন- মো. মান্না, মানিক হোসেন, রুবেল ও সম্পদ মিয়া। আহতরা সবাই নোয়াখালীর হাতিয়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানিয়েছেন, বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া পাঁচটার দিকে কীর্তনখোলা নদী সংলগ্ন চাঁদমারি এলাকায় যমুনা পেট্রোল ডিপো থেকে একটি ট্রলারে করে ড্রাম ভর্তি জ্বালানী তেল ও ব্রয়লার মুরগীর খাবার লোড করা হচ্ছিলো। এ সময় হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরণ হয় তেলের কয়েকটি ব্যারেল।
এতে ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো ট্রলারটি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ওয়াটার বোট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ৩০ মিনিটের চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় ট্রলারে থাকা ছয়জনের মধ্যে পাঁচজন অগ্নিদগ্ধ হয়।
বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ চারজনের শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।
মেসেঞ্জার/তুষার