![আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিকতা বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিকতা বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত](https://www.dailymessenger.net/media/imgAll/2024February/Sports-2502121532.jpg)
ছবি : মেসেঞ্জার
বাঁধভাঙা আনন্দ উচ্ছ্বাসে চট্টগ্রামের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমীর সভাপতিত্বে ও অনুষ্ঠানের আহবায়ক বিভাগের প্রভাষক সরওয়ার কামালের পরিচালনায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা ও যোগাযোগ বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোরশেদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস এম শোয়েভ, বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল স্পোর্টস ক্লাবের প্রধান উপদেষ্টা সৌমেন চক্রবর্তী, ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের দায়িত্ববোধ বৃদ্ধি এবং কর্তব্যপরায়ণে সহায়ক ভূমিকা রাখে। আর দায়িত্ববান শিক্ষার্থীদের হাত ধরে শিক্ষাঙ্গনের সৌন্দর্য বৃদ্ধি পায়।
ক্রীড়া প্রতিযোগিতায় নারী শিক্ষার্থীদের সমান অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘আমাদের ছাত্রীরাও ছেলেদের মতো সমানে এগিয়ে এসে খেলাধুলায় অংশ নিয়েছেন। এটি সমাজের একটি সুন্দর দিক। খেলাধুলাসহ সকল ক্ষেত্রে নারীদের এগিয়ে যেতে হবে।’ শিক্ষার্থী এবং শিক্ষাঙ্গনের স্বার্থে ক্রীড়াকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার্থীদের আহবান জানান তিনি।
এর আগে মঙ্গলবার সকালে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট, ফুটবলসহ কয়েকটি বিভাগে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক আয়োজন করা হয়। জেএমএস বুলেটিন, জেএমএস সুপারলিড, জেএমএস হাইলাইটস, জেএমএস সমাচর দর্পন এবং জেএমএস বেঙ্গল গেজেট নামে কয়েকটি দল এই টুর্ণামেন্টে অংশ নেয়। এরমধ্যে ছেলেদের ফুটবলে জেএমএস সুপারলিড, ক্রিকেটে জেএমএস বুলেটিন এবং নারীদের ক্রিকেটে সমাচার দর্পন চ্যাম্পিয়ন হয়। এসব দলের ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন বিভাগের প্রভাষক মোহাম্মদ নকিব, মোহাম্মদ নঈম উদ্দীন এবং তাসনুভা তাহসীন।
মেসেঞ্জার/আকরাম/এসকে/ইএইচএম