ঢাকা,  বৃহস্পতিবার
২০ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

আশুলিয়ায় ১২শ’ পিস ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)

প্রকাশিত: ১৫:৪৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

আশুলিয়ায় ১২শ’ পিস ইয়াবা উদ্ধার, নারীসহ আটক ৩

ছবি: মেসেঞ্জার

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে এক নারীসহ কুখ্যাত তিন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম সিদ্দিকী। এর আগে, বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার খেজুরটেক সেনাপল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ঢাকার আশুলিয়া থানাধীন শিকদারবাগ ধলপুর এলাকার মো. বাদশা মিয়ার ছেলে মো. আরিফ মিয়া (৩২) ও তার স্ত্রী মোসা. মিতানুর বেগম (২৬) এবং শরিয়তপুরের জাজিরা থানার গুলারচর এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. আল আমিন (২২)। সে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ হাউজিং রোড এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলো। আটক তিনজনই কুখ্যাত মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেয়া আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১টার দিকে এএসআই রেজাউল করিমসহ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে আশুলিয়ার খেজুরটেক সেনাপল্লী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে এক নারীসহ তিনজনকে আটক করি। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজতে থাকা ১২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৩ লাখ ৬৩ হাজার টাকা।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে নানা কৌশলে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দরে বিক্রয় করে আসছিলো। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

মেসেঞ্জার/নোমান/তুষার

আরো পড়ুন