ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

অপারেশন ডেভিল হান্ট : চিলমারীতে সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ 

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০২, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

অপারেশন ডেভিল হান্ট : চিলমারীতে সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ 

ছবি: মেসেঞ্জার

কুড়িগ্রামের চিলমারীতে অপারেশন ডেভিল হান্ট-এর বিশেষ অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্য ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি নূর-ই-এলাহী তুহিনসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। চিলমারী মডেল থানার ওসি মুশাহেদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার তিন জন হলেন, রমনা মডেল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নূর-ই-এলাহী তুহিন (৪০), সাগর মিয়া (২৬), জাফিউল ইসলাম (৩২)। সকলেই রমনা মডেল ইউনিয়নের বাসিন্দা।

ওসি মুশাহেদ খান জানান, ভোরে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে আজকে পাঠানো হবে।

মেসেঞ্জার/রাফি/তুষার