ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

শ্রীমঙ্গলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী উৎসব

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

প্রকাশিত: ১৬:৩৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

শ্রীমঙ্গলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী উৎসব

ছবি: মেসেঞ্জার

শ্রীমঙ্গল পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী উৎসব বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ বেগম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মশিউর রহমান রিপন, রোটারিয়ান সিরাজুল ইসলাম চৌধুরী, রোটারিয়ান জামাল উদ্দিন আহমদ, রোটারিয়ান সুব্রত দাশ, ডা. সত্যকাম চৌধুরী প্রমুখ।

খেলা পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা মাহমুদা আক্তার, পদ্মা রানী চৌধুরী, ফাহিমা খান জনি, মন্টি ঘোষ প্রমুখ।

সবশেষে আকর্ষণীয় খেলা ছিল পুরুষ অভিভাবকদের মার্বেল দৌড় ও মহিলা অভিভাবকদের বালিশ খেলা। শিশুদের যেমন খুশি সাজো পর্বটি উপস্থিত সকলের নজর কাড়েঁ।

সবশেষে প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন রোটারি ক্লাবের সভাপতি মশিউর রহমান রিপন। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আতাউর রহমান কাজল।

মেসেঞ্জার/তুষার