ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাগাতিপাড়ায় প্রস্তুতি সভা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাগাতিপাড়ায় প্রস্তুতি সভা

ছবি : মেসেঞ্জার

নাটোরের বাগাতিপাড়ায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বড়াল সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসমাঈল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফিরোজ আলী, বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ মোহাম্মদ জামিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ খাদেমুল ইসলাম ও ‘নিরাপদ সড়ক চাই’ সভাপতি প্রভাষক আরিফুল ইসলাম তপুসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/খাদেমুল/তুষার