ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

বাগাতিপাড়ায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে মতবিনিময় সভা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫০, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

বাগাতিপাড়ায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে মতবিনিময় সভা

ছবি : মেসেঞ্জার

গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করতে নাটোরের বাগাতিপাড়া ইউনিয়নে কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল দশটায় বাগাতিপাড়া উপজেলার ৩নং বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গ্রাম আদালত চেয়ারম্যান ফাহিমা বেগম।

সভায় জানানো হয়, গ্রাম আদালত আইন, ২০০৬ অনুযায়ী অনধিক তিন লাখ টাকা মূল্যমানের ফৌজদারী ও দেওয়ানী বিরোধ নিষ্পত্তি করতে সকল ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত কাজ করছে। গ্রাম আদালতে আইনজীবী নিয়োগ করতে হয় না, মাত্র ১০ থেকে ২০ টাকা ফি প্রদান করে গ্রাম আদালতের মাধ্যমে অল্প সময়ে, অল্প খরচে সঠিক বিচার পাওয়া সম্ভব। এই আদালতের সুফল পেতে প্রচারণার মাধ্যমে আদালতকে আরো সক্রিয় করতে সবাইকে ভূমিকা রাখতে আহবান জানানো হয়।

এসময় বক্তব্য রাখেন- ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. শফিকুর রহমান, উপজেলা সমন্বয়কারী মিজানুর রহমান, গণমাধ্যমকর্মী আব্দুল মজিদ ও ইউপি সদস্য ইমরান আলী প্রমুখ।

মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ওয়ার্ড মেম্বারবৃন্দ, ওয়ার্ডের নেতৃস্থানীয় ব্যক্তি, বিভিন্ন পেশাজীবি, সমাজকর্মী, শিক্ষক, নারী নেত্রী, এনজিও কর্মী, পুরোহিত, আদিবাসী প্রতিনিধি ও ইমামসহ অনেকেই এই সভায় অংশগ্রহণ করেন।

মেসেঞ্জার/খাদেমুল/তুষার