ঢাকা,  বৃহস্পতিবার
১৩ মার্চ ২০২৫

The Daily Messenger

রাজশাহীতে বিশ্ব বেতার দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১৯:২৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

রাজশাহীতে বিশ্ব বেতার দিবস উদযাপন

ক্যাপশন : রাজশাহীতে বিশ্ব বেতার দিবস উদযাপন উপলক্ষ্যে রাজশাহীতে র‌্যালি বের করা হয় –টিডিএম।

রাজশাহীতে বিশ্ব বেতার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বেতারের রাজশাহী কেন্দ্রে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।

এরপর একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বেতার ভবন থেকে শুরু হয়ে সিঅ্যান্ডবি মোড় প্রদক্ষিণ করে পুনরায় বেতার ভবনে গিয়ে শেষ হয়। পরে বেতার ভবন চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য সালেহ্ হাসান নকীব বলেন, ‘সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম হচ্ছে বেতার। তারপরও সময়ের সাথে সাথে খাপ খাইয়ে নেয়ার একটা বিষয় আছে যে, তরুণ প্রজন্ম কী চায়। বেতার বিনোদন, তথ্য এবং একই সাথে জ্ঞানের মাধ্যম হওয়া উচিত, যেন তরুণ প্রজন্ম আবারও বেতারের প্রতি আগ্রহী হয়ে উঠে। ভালো পরিকল্পনা থাকলে আমরা হয়তো আবারও শিক্ষার্থীদের বেতারের দিকে ফিরিয়ে আনতে পারব।’

বাংলাদেশ বেতারের রাজশাহী কেন্দ্রের পরিচালক কিশোর রঞ্জন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম। বেতারের শ্রোতা ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

মেসেঞ্জার/আনিসুজ্জামান/তুষার