ঢাকা,  মঙ্গলবার
০১ এপ্রিল ২০২৫

The Daily Messenger

দর্শনার কেরু চিনিকল এলাকায় বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

দর্শনার কেরু চিনিকল এলাকায় বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

ছবি : মেসেঞ্জার

চুয়াডাঙ্গা দর্শনায় কেরু এ্যান্ড কোম্পানি এলাকায় বোমা সাদৃশ্য লাল টেপ মোড়ানো একটি বস্তুকে নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বোমা সদৃশ্য বস্তু সন্দেহে এটিকে ঘিরে রেখেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

এ ঘটনায় চিনিকলের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতংক বিরাজ করছে। ইতিমধ্যে র্যাবের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কেরুজ জেনারেল অফিস সংলগ্ন  ক্লাবের পাশের ঝোড়ের মধ্যে লাল টেপ মড়ানো একটি (কৌটা) বস্তু দেখতে পান কোম্পানির কয়েকজন নিরাপত্তা কর্মী। বোমা হতে পারে এমন সন্দেহজনক হওয়ায় দ্রুত দর্শনা থানা পুলিশ ও আর্মি ক্যাম্পে খবর দেন তারা।

এদিকে, খবর পেয়ে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) জাকিয়া সুলতানা, দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর ও হুমায়ূন আহমেদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলের আশপাশে কাউকেই যেতে দেয়া হচ্ছে না। পুলিশ সদস্যরা ঘিরে রেখেছেন।

ওসি মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, র‍্যাব-৫ এর বোম ডিসপোজাল টিমকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে আসলে জানা যাবে এটি বোমা নাকি অন্য কিছু। 

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা) এ তথ্য নিশ্চিত করে বলেন, বস্তুটি কি জিনিস এটা এখনি বলা সম্ভব নয়। বোম ডিসপোজাল টিমকে জানানো হয়েছে। 

এ বিষয়ে জানতে দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, ক্লাবের পাশে বোমা সাদৃশ্য একটি বস্তু পাওয়া গেছে। তবে এটি বোমা কিনা এটা এখনো নিশ্চিত নয়। বোম ডিসপোজাল টিম আসলে নিশ্চিত হওয়া যাবে আসলে এটা কি।

মেসেঞ্জার/লিটন/তুষার