ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

দোয়ারাবাজারে অবৈধ বালুসহ ট্রলি জব্দ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

দোয়ারাবাজারে অবৈধ বালুসহ ট্রলি জব্দ

ছবি : মেসেঞ্জার

সুনামগঞ্জের দোয়ারাবাজারে অবৈধ বালু পাচারের দায়ে মুর্শেদ আলম (৩৬) নামে এক ব্যাক্তিকে সাত দিনের কারাদন্ড ও বালু ভর্তি দু’টি ট্রাক্টর ট্রলি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ব্রিটিশ সড়ক থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা যায়, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ইজারা বহির্ভূত চিলাই নদী থেকে অবৈধভাবে বালু পাচারকালে প্রায় ২৩০ ঘনফুট বালুসহ দুটি ট্রালি আটক করা হয়।

এসময় বালু পাচারে জড়িত থাকায় মুর্শেদ আলমকে সাত দিনের কারাদন্ড দেয়া হয়।

দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

মেসেঞ্জার/আশিস/তুষার