
ছবি: মেসেঞ্জার
কক্সবাজারের উখিয়ার দারোগা বাজারে অভিযান চালিয়ে ৭৫ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এসময় দোকানের মালিক পালিয়ে যান।।রবিবার (১৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলার সদরে কাঁচাবাজার সংলগ্ন হাজিরপাড়া সড়কের মুখে ফরিদ আলমের দোকান থেকে এসব মদ উদ্ধার করা হয়৷
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন রোববার সকালে হাজিরপাড়া সড়কের মুখে ফরিদ নামের এক দোকানে অভিযান চালিয়ে বিদেশি মদ উদ্ধার করা হয়ে৷ এই দোকান মালিক পালিয়ে যায়৷ তাঁকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে৷
মেসেঞ্জার/শহিদুল/জেআরটি