ঢাকা,  বৃহস্পতিবার
২০ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

নাফনদে পাঁচ মণের বোল মাছ, বিক্রি আড়াই লাখে

টেকনাফ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩০, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

নাফনদে পাঁচ মণের বোল মাছ, বিক্রি আড়াই লাখে

ছবি: মেসেঞ্জার

কক্সবাজারের টেকনাফ নাফনদে জেলেদের জালে ধরা পড়েছে একটি বড় বোল মাছ। মাছটির ওজন হয়েছে ২০০ কেজি বা পাঁচ মণ। গতকাল রবিবার সকাল ১০ টার দিকে শাহপরীর দ্বীপ কোনার পাড়ার বাসিন্দা কালু ফকিরের নৌকার জালে মাছটি ধরা পড়ে। জেলেরা মাছটি এক লাখ ৫৫ হাজার টাকায় স্থানীয় মাছ ব্যবসায়ী নুরুল আলমকে বিক্রি করেন। পরে তিনি টেকনাফের মাছ ব্যবসায়ী জাফরকে দুই লাখ ষাট হাজার টাকায় বিক্রি করেছেন।

বোল মাছ সুস্বাদু মাছ হওয়ায় টেকনাফের স্থানীয় বাসিন্দাদের কাছে এ মাছের চাহিদা রয়েছে বেশ। বড় মাছ বিক্রির রীতি অনুযায়ী সর্বশেষ ক্রেতা জাফর মাছটি সোমবার টেকনাফ পৌরসভা বাজারে কেটে বিক্রি করবেন বলে মাইকিং করেছেন। মাছ ব্যবসায়ী জাফর বলেন, মাইকিং করার পর থেকে অনেকে ফোন করে অগ্রিম অর্ডার করেছেন। মাছটি আমরা কেজি এক হাজার সাতশত টাকায় বিক্রি করার ঘোষণা দিয়েছি।

নৌকার মালিক কালু ফকির বলেন, দীর্ঘ সাত বছর নাফনদে মাছ ধরতে পারিনি। অনেক কষ্টে দিন কেটেছে। নাফনদে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর জাল ফেলে দ্বিতীয় দিনই বড় বোল মাছটি পেয়েছি। আমাদের কাছে কোল্ডস্টোরের সিস্টেম না থাকায় কম দামে মাছটি তাজা থাকতে বিক্রি করতে হয়েছে। সময় নিয়ে বিক্রি করতে পারলে আরো লাখ কাছাকাছি টাকা বেশি পেতাম।

নৌকার মাঝি মোহাম্মদ আমিন ভুলু বলেন, আমরা রবিবার সকালে ২৩ জন জেলে ডোবা জাল নিয়ে নাফনদে মাছ শিকার করছিলাম। এ জাল পানির গভীরে যায়। বোল মাছও গভীর জলের মাছ হওয়ায় সহজে আমাদের জালে আটকা পড়েছে। মাছটি পেয়ে সবাই খুশি হয়েছেন। নগদ টাকায় বিক্রি করে জেলেরা সবাই ভাগাভাগি করে টাকা নিয়ে অনেকদিন পর হাঁসিমুখে বাড়ি ফিরেছে।

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, নাফনদে এতো বড় মাছ সহজে ধরা পড়েনা। দীর্ঘদিন নদীতে মাছ শিকার বন্ধ থাকায় ১৯৪ কেজি ওজনের এ বোল মাছটি পাওয়া যায়। মাছটি খেতে অনেক বেশি সুস্বাদু হয়। সাধারণত সামুদ্রিক বোল মাছের বালিশ সার্জিক্যাল অপারেশনের সুতা, প্রসাধনী ও ঔষুধ তৈরীতে ব্যবহার করা হয়। এছাড়া মাছটি বিদেশেও রপ্তানি করা হয়।

মেসেঞ্জার/জাকারিয়া/জেআরটি

আরো পড়ুন