ঢাকা,  বৃহস্পতিবার
২০ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

আন্দোলনের মুখে অবশেষে মোংলার বহুল সমালোচিত ইউএনও বদলি

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত: ১৪:১৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

আন্দোলনের মুখে অবশেষে মোংলার বহুল সমালোচিত ইউএনও বদলি

ছবি: মেসেঞ্জার

অবশেষে বহুল সমালোচিত মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিনকে বদলি করা হয়েছে। নানাবিধ অভিযোগ উত্থাপন করে গত কয়েকদিন ধরে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটিসহ বিভিন্ন মহলের দাবি ও বিক্ষোভের মুখে তাকে বদলি করা হয়। রোববার (১৬ ফেব্রæয়ারি) এক দাপ্তরিক আদেশে তাকে মোংলা থেকে প্রত্যাহার করে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

বাগেরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম সোমবার (১৭ ফেব্রæয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। এছাড়া ঝিনাইদহ সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) হিসেবে শারমিন আক্তার সুমিকে মোংলা উপজেলায় নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদায়ন করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে বহুল বিতর্কিত ও সমালোচিত ইউএনও আফিয়া শারমিনকে মোংলা থেকে প্রত্যাহার করে নেয়ায় স্থানীয় সাধারণ জনগন ও বিভিন্ন মহলে স্বস্তির নিশ^াস বিরাজ করছে। তারা বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দূর্ব্যবহার, প্রশাসনিক অদক্ষতা, অনিয়ম, দূর্নীতি ও স্বোচ্ছাচারিতার অভিযোগ ছিল।

বিসিএস ৩৫ ব্যাচের এ কর্মকর্তা গত বছরের ১২ সেপ্টেম্বর সাতক্ষীরার তালা উপজেলা থেকে মোংলায় ইউএনও হিসেবে যোগদান করেই নানা বিতর্কে জড়িয়ে পড়ে। এর জেরে সাম্প্রতিক সময়ে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটিসহ বিভিন্ন মহল তাকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন ও আন্দোলন সংগ্রাম করে আসছিলো।

মেসেঞ্জার/আবুল/জেআরটি

আরো পড়ুন