ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

মুন্সিগঞ্জের দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেছে দুই বন্ধুর

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

মুন্সিগঞ্জের দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেছে দুই বন্ধুর

ছবির ক্যাপশন: সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধুর ছবি নিহতের স্বজনদের কাছ থেকে সংগৃহীত।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় যাত্রীবাহী বাসচাপায় নিহত হয়েছেন মোটরসাইকেলে থাকা দুই বন্ধু। এ সময় গুরুতর আহত হন আরও একজন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের বাউশিয়া এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পোড়াচক বাউশিয়া এলাকার সেলিম মৃধার ছেলে নাইম মৃধা (২৫) ও মধ্য বাউশিয়া গ্রামের আব্দুস সাত্তার প্রধানের ছেলে সজিব প্রধান (২৩)। এছাড়া আহত মোটরসাইকেল আরোহী হামজা (২২) একই এলাকার হাসান জাহাঙ্গীরের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,পাশাপাশি দুইটি মোটরসাইকেল নিয়ে মহাসড়ক হয়ে বাড়ি ফিরছিলেন নিহতরা। বাউশিয়া এলাকায় কুমিল্লামুখী লেন থেকে ইউটার্ন নিয়ে ঢাকামুখী লেনে আসলে অজ্ঞাত বাস পেছন থেকে নিহত সজিবের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সে আকস্মিকভাবে মহাসড়কে ছিটকে পড়লে পেছনে থাকা নাইমের মোটরসাইকেলটি সজিবের মোটরসাইকেলের উপর পরে।

এসময় পেছন থেকে দ্রুতগতির আরেকটি বাস দুই মোটরসাইকেলের উপর দিয়ে পিষে চলে যায়।

পরে চিৎকারের শব্দ পেয়ে স্থানীয়রা আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকায় রেফার্ড করেন।

ঢাকায় নেয়ার পথে মৃত্যুবরণ করেন ২জন মোটরসাইকেল চালক নাইম ও সজিব।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগের চিকিৎসক ডা. সালমা জানান, স্থানীয়রা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত তিনজন রোগীকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে তাদের সবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা রেফার্ড করা হয়।

বিষয়টি সম্পর্কে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, নিহতদের পরিবার সূত্রে জেনেছি ঢাকা নেওয়ার পথে দুজন মারা গেছে। তবে গুরতর আহত অপরজনকেও ঢাকা পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে মোটরসাইকেলটিকে অজ্ঞাত একটি গাড়ির পেছনে ধাক্কা দিয়েছিল। এতে মোটরসাইকেলটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আশা হয়েছে।

মূলত অসতর্কতা ও দ্রুতগতির কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ফলে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

মেসেঞ্জার/শুভ/তুষার