ঢাকা,  শুক্রবার
১৪ মার্চ ২০২৫

The Daily Messenger

অপারেশন ডেভিল হান্ট

লোহাগাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তিনজন আটক

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০১, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

লোহাগাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তিনজন আটক

ছবি : মেসেঞ্জার

অপারেশন ডেভিল হান্ট চট্টগ্রামের লোহাগাড়ায অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- যথাক্রমে উপজেলা সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মনির আহমদের পুত্র  নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা সহ- সভাপতি আনোয়ার হোসেন জিহান (২৫ ), উপজেলার আমিরাবাদ ইউনিয়নের হাছির পাড়ার মোহাম্মদ মিয়ার পুত্র ও আমিরাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ (২৭ ), অপরজন কলাউজান ৮ নং ওয়ার্ডের আবদুর রশিদের পুত্র আবদুর রহিম (৪৭ )।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে থানা পুলিশের টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। আটককৃতদেরকে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের এ  অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মেসেঞ্জার/রায়হান/তুষার