
ছবি : মেসেঞ্জার
চট্টগ্রামের লোহাগাড়ায় তিনটি পরিবারের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আধুনগর দক্ষিণ হরিণা মনছুর আলী সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন, একই এলাকার মুফিজুর রহমানের ছেলে সিরাজুল ইসলাম, মোহাম্মদ রাসেল এবং ফয়জুল আজাদ।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, তিন পরিবারের যেকোনো এক বাড়ির বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে ৫টি রুম পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া একটি মোটরসাইকেল এবং নগদ টাকা ও স্বর্ণালংকারও পুড়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের।
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো. রুবেল আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এছাড়া কিছু নগদ টাকা ও স্বর্ণালংকারও উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
মেসেঞ্জার/রায়হান/তুষার