ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

নওগাঁয় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

নওগাঁয় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

জামায়াতের সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারের মুক্তি ও জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবীতে নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় নওগাঁ নওজোয়ান মাঠে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের আমির  খ.ম আব্দুর রাকিব এর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এর নিঃশর্ত মুক্তির দাবিতে নওগাঁ জেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারী আ স ম সায়েম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক শিবিরের জেলা সভাপতি অধ্যাপক নাসির উদ্দীন, মারুফ আহমেদ, জেলা কর্মপরিষদ সদস্য মো. মাহবুবুল আলম, নওগাঁ জেলা জামায়াতের শুরা সদস্য, উপজেলা পাচুপুর ইউনিয়ন চেয়ারম্যান মাস্টার মো. খবিরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সারোয়ার হোসেন, জেলা সেক্রেটারি আব্দুর রাকিব প্রমূখ।

সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

মেসেঞ্জার/বেলায়েত/তুষার