ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

গাইবান্ধায় চল্লিশা খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দুই শতাধিক

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

গাইবান্ধায় চল্লিশা খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দুই শতাধিক

ছবি : মেসেঞ্জার

গাইবান্ধা সদর উপজেলায় বাদিয়াখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উত্তর রিফায়েতপুর চরপাড়া গ্রামের মজলিসের দাওয়াত খেতে এসে বিভিন্ন গ্রামের অন্তত দুই শতাধিক মানুষ অসুস্থ হওয়ায় ঘটনা ঘটেছে।

রোগী সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি গাইবান্ধা সদর উপজেলার বালিয়াখালি ইউনিয়নের রিফাইতপুর গ্রামে মোজাফরের বাড়ির উঠানে একটি মজলিসের খাবার অনুষ্ঠানের আয়োজন করা হয়। খাওয়া দাওয়া শেষ হলে দুপুর গড়িয়ে বিকেল হতেই অধিকাংশ লোকের পেট ব্যথা ও ডায়রিয়া শুরু হয়। এরপর গত দুই দিনে জেনারেল সদর হাসপাতালে ১২৪, উদাখালি স্বাস্থ্য কমপ্লেক্সে ৬১ জনকে ভর্তি করা হয়।

অসুস্থদের মধ্যে গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) জেনারেল হাসপাতাল গাইবান্ধায় ১২৪ জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৫১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে, বাকিরা এখনো হাসপাতলে অবস্থান করছে।

অপরদিকে, উদাখালি স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সেখানে রোগী ভর্তি আছে ৬১ জন নিউজ লেখা পর্যন্ত। এছাড়াও বাড়িতে ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে।

হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) গাইবান্ধা জেলা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে গিয়ে দেখা যায় খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৫২জন রোগী। এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালে আজ নতুন করে রোগী ভর্তি হয় ৩৫ জন। এদের মধ্যে একই পরিবারের আছে ৯ জন।

হাসপাতালে চিকিৎসাধীন মজিবুর রহমান বলেন, আমার পাশের বাড়িতে একটি দাওয়াত ছিল সেখানে পরিবারসহ দুপুরের খাবার খাই। এরপর গতকাল রাত থেকে পরিবারের একে একে ৬ সদস্যের ডায়রিয়া দেখা দিলে হাসপাতালে ভর্তি হই।

গাইবান্ধা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আসিফ রহমান বলেন খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

মেসেঞ্জার/সিয়াম/তুষার