ঢাকা,  রোববার
২৩ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মিছিল সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

প্রকাশিত: ১৯:৩৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মিছিল সমাবেশ অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে টাঙ্গাইল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটার দিকে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমাবেশের আয়োজন করে জেলা জামায়াতে ইসলামী। সমাবেশে থেকে অবিলম্বে আজহারুল ইসলামের মুক্তি দাবি করেন নেতাকর্মীরা।

জেলা জামায়াতের আমীর আহসান হাবিব মাসুদের সভাপতিত্বে সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরসহ নেতাকর্মীরা পৌর উদ্যানে জড়ো হয়।

মেসেঞ্জার/মোস্তফা/তুষার