ঢাকা,  বৃহস্পতিবার
১৩ মার্চ ২০২৫

The Daily Messenger

সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে কোটি টাকার চেক প্রদান করলেন মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে কোটি টাকার চেক প্রদান করলেন মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত

ছবি : মেসেঞ্জার

দুবাইতে সড়ক দুর্ঘটনায় নিহত মীরসরাইয়ের ৭নং কাটাছরা ইউনিয়নের বাড়িয়াখালী এলাকার কামাল উদ্দিনের পরিবারকে দুই ধাপে এক কোটি চৌদ্দ লক্ষ দুই হাজার পাঁচশত একত্রিশ টাকা আর্থিক সহায়তা পেতে সহযোগিতা প্রদান করেছেন মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত কমিটি।

সম্প্রতি নিহত কামাল উদ্দিনের পিতা নিজাম উদ্দিন, মাতা এবং স্ত্রী পারভীন আক্তার ও দুই কন্যা বিবি মরিয়ম, ফাহমিদা আক্তার কলির হাতে এক কোটি চৌদ্দ লক্ষ দুই হাজার পাঁচশত একত্রিশ টাকার চেক তুলে দেন মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত এর সাবেক সভাপতি মো. নুরুল আলম ও মো. সাইফুল ইসলাম।

এ ব্যাপারে মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত এর সাবেক সভাপতি মো. নুরুল আলম বলেন, নিহত কামাল উদ্দিনের পরিবারকে সমিতির আইনজীবীর মাধ্যমে সকল প্রক্রিয়া সম্পন্ন করে চেক হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও মিরসরাই সমিতির মাধ্যমে লাশ পাঠানোসহ বিভিন্ন মানবিক কাজ করে আসছে।

মেসেঞ্জার/বাবলু/তুষার