ঢাকা,  শনিবার
২২ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

জেলখানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের পর রাত কেটেছে

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

জেলখানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের পর রাত কেটেছে

ছবি : মেসেঞ্জার

আমরা নিষ্ঠুরতম প্রতিহিংসার স্বীকার হয়েছি বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা শাহিনুর আলম বলেন, আমরা সেই কর্মী যারা জেলখানায় পঁচা কম্বলের উপর শুতে না পেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত পার করেছি। মানুষের জন্য যেটুকু মৌলিক অধিকার ছিলো সেটা থেকেও আমরা বঞ্চিত হয়েছি বছরের পর বছর।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে ও জামায়াতের নিবন্ধন ফেরতের দাবীতে সিরাজগঞ্জের বাজার স্টেশন মুক্তির সোপানে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন।

মাওলানা শাহিনুর আলম বলেন, ছাত্রদের নেতৃত্বে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে তার ৬ মাস অতিবাহিত হয়েছে। জামায়াতে ইসলামীর কোনো রাজনৈতিক কর্মসূচি দেয়নি, আজ দিতে বাধ্য হয়েছে। কিন্তু এখনো আমাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয়নি এবং আমাদের কেন্দ্রীয় নেতা জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তি এখনো মেলেনি। আমরা এই সরকারকে বলতে চাই অনতিবিলম্বে আমাদের দাবী মানতে হবে। না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

বিক্ষোভ সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম বলেন, ৬ মাস অতিবাহিত হয়েছে দেশ নতুন করে স্বাধীন হয়েছে কিন্তু প্রশাসনের মধ্যে এখনো কিছু প্রেতাত্মা রয়ে গেছে। যার জন্য একটি সুশৃঙ্খল বৃহত্তর ইসলামি রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর নিবন্ধন এখনো ফেরত পায়নি। এমনকি আমাদের ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের মুক্তিও মেলেনি। তাকে তথাকথিত মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশ দিয়ে রাখা হয়েছে। তাকে অমানবিক ভাবে নির্যাতন করা হয়েছে। আমরা চাই তার ফাঁসির রায় বাতিল করে নিঃশর্ত মুক্তি।

মেসেঞ্জার/রাসেল/তুষার